ঘটনাটি ঘটেছে আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে। ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লীবিদ্যুৎ অধীনে হিসাব নং-১০৬/২০৩০, শ্রেণী-আবাসিক এর বাড়ীর মিটারে জুন, জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর/২৫ চার মাস বিদ্যুৎ বিল বকেয়া। পরিশোধ করার জন্য বার বার তাক বলা হয়। বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৪৯২১.০০ টাকা পরিশোধ করার জন্য গ্রাহকের বাড়ীতে আজ মঙ্রলবার সকাল ১১টার সময় যায়। গ্রাহক জানায় বিদ্যুৎ বিল পরিশোধ করবো না। তখন লাইনম্যানরা বলেন তাহলে লাইন কেটে দেয়। ছেলে আব্দুর রহিম (২৫) বলে লাইন কেটে দেন । নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দিলে লাইনম্যান সোহাগ ও রাহুলের উপর চওড়া হয় রহিম। ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নিয়াস্ত্র নিয়ে আসে।...