২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই ও ফেনী-১(ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মেজর (অব:) সাঈদ এস্কান্দারের কবর জিয়ারত করেছেন তার সহধর্মিণী নাসরিন এস্কান্দার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মরহুম মেজর (অব:) সাঈদ এস্কান্দারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে তিনি স্বামীর কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে ছিলেন,বড় ছেলে শামস এস্কান্দার ও তার স্ত্রী, কন্যা অনন্যা এস্কান্দার,ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদের সভাপতি নুরুল আমিন ভূঁইয়া বাদশা,ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন প্রমূখ। সউদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকালে ছারছীনা পীর ছাহেবের শোক ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার আসামীদের সশস্ত্র মহড়া,...