২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া কবি মহিদুর রহমান সড়কের একটি ভবনের ফ্ল্যাট থেকে মালয়েশিয়া প্রবাসী শাহিন আহমেদের স্ত্রী ও তাঁর দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। ধারণা করা হচ্ছে- প্রথমে মা তাঁর দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যৌথ মালিকানাধীন মুক্তাদির এবং রাহাত সালমানের বাসা থেকে এই তিনটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মা শেখা আক্তার (২৯), ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং ছোট মেয়ে সাইফা আক্তার (২)। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শেখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহিন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া যায়। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন। প্রবাসী শাহীন...