বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। ৬ অক্টোবরের ভোটযুদ্ধের আগে মঙ্গলবার প্রকাশিত হলো কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা। ১৭৭টি ভোটারের নাম ঘোষণা করা হলেও কিছু আসন এখনও চূড়ান্ত হয়নি। সাবেক অধিনায়ক থেকে শুরু করে সাবেক সভাপতি, এমনকি জনপ্রিয় কণ্ঠশিল্পীও জায়গা পেয়েছেন এই তালিকায়—যা ইতিমধ্যেই আলোচনায় এনেছে বিসিবি নির্বাচনকে।খসড়া তালিকায় রয়েছেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক—আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও তামিম ইকবাল। বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে, ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হয়ে এবং তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।ঢাকা ছাড়া বাকি ছয় বিভাগের প্রতিনিধিরাও তালিকায় নাম লিখিয়েছেন। চট্টগ্রামের আহসান ইকবাল চৌধুরী, রাজশাহীর হাসিবুল আলম, রংপুরের হাসানুজ্জামান, খুলনার খান আব্দুর রাজ্জাক, বরিশালের নান্নু মিয়া ও সিলেটের রাহাত শাম্স থাকছেন ভোটে।...