অনেক ডায়াবেটিস রোগী ইনসুলিন ইনজেকশন নিতে শুরু করার পরেই লক্ষ করেন যে, শরীরের ওজন বাড়তে শুরু করেছে। এটি অনেকের জন্য হতাশাজনকও হতে পারে, কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের সঙ্গে ওজন ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। ইনসুলিন আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা রাখে। খাবার খেলে আমাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়, যার একটা অংশ আমাদের যাবতীয় কাজকর্মে খরচ হয়। আর রক্তে থাকা অতিরিক্ত শর্করা যেন রক্তে মুক্ত অবস্থায় না থেকে কোষে সংরক্ষিত থাকে – এই দায়িত্বটি পালন করে ইনসুলিন। ইনসুলিন সেটিকে চর্বি হিসেবে সংরক্ষণ করতেও সহায়তা করে। অর্থাৎ শরীরে শক্তি সঞ্চয় করে রাখে। এই কারণেই অনেক রোগী ইনসুলিন নেওয়ার পর ওজন বেড়ে যায়। কারণ তিনি হয়তো দরকারের চেয়ে বেশি শর্করা জাতীয় খাবার খাচ্ছেন, যা হাঁটাচলায় খরচ হচ্ছে না। মেডিকেল নিউজ টুডে–এর তথ্য...