গাজীপুরের কাশিমপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় রুবেলসহ আরও তিনজন আহত হন। জানা গেছে, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন কেপিজে মেমোরিয়াল হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স বলেন, ‘কাশফুল ছেঁড়া নিয়ে তর্কাতর্কির...