এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের দুই ম্যাচ হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে হবে ম্যাচ দুটি। এই দুই ম্যাচের জন্য হ্যাভিয়ের ক্যাবরেরা অনুশীলন শুরু করবেন ২৯ অথবা ৩০ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষ হওয়ার পরই ক্যাম্পের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করবেন কোচ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেপাল সফরে ক্যাবরেরা পাননি দলের দুই তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমকে। তবে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়েই নামবে। তবে ক্যাম্পের শুরু থেকে হামজা-শামিতকে পাচ্ছেন না ক্যাবরার। ইংল্যান্ড প্রবাসী হামজার ক্লাব লেস্টার সিটির ম্যাচ আছে ৪ সেপ্টেম্বর এবং কানাডা প্রবাসী শামিতের ক্লাব কাভালরি এফসির ম্যাচ আছে ৫ সেপ্টেম্বর। যে কারণে হামজা ক্যাম্পে যোগ দেবেন ৬ অক্টোবর ও শামিত সোম ৭ অক্টোবর। নেপাল সফরের সময় ক্যাবরেরার...