জামায়াতে ইসলামীকে কেউ গালি দিলে এর জবাবে দলটি দোয়ার কর্মসূচি দেবে বলে জানিয়েছেন আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই।তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে ডা. শফিকুর এ কথা বলেন। স্ট্যাস্টাসে তিনি বলেন, “প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ” “আপনাদের প্রতি অনুরোধ— জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন। ” জামায়াত আমির বলেন, “দেশ এবং জনগণের...