ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে পদ্মা নদীর পাড়ে প্রশাসনের যৌথ অভিযানে তিনটি ড্রেজার জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস ও অসংখ্য বালু সরবরাহের পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নারিশা ও মুকসুদপুরের ডাকবাংলো এলাকায় পদ্মা নদীর পাড়ে প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্বে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নারিশা ও মুকসুদপুরের ডাকবাংলো এলাকায় পদ্মা নদীর পাড়ে প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী কয়েকজন বালু ব্যবসায়ী পদ্মা নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। ফলে পদ্মা নদীর পাড় রক্ষা বাঁধ ও পাশের জমিগুলো ধসে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে...