আগামীকাল বুধবার এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতকে হারালে সরাসরি ফাইনালে চলে যেতে পারে বাংলাদেশ। এমন সহজ সমীকরণেল ম্যাচে বাংলাদেশ দলকে ভারতকে হারানোর কৌশল বাতলে দিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাজিদ খান। এক সাক্ষাৎকারে পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন, ‘ভারতের বিপক্ষে জয় পেতে হলে পাওয়ারপ্লে-তে কোনো ভুল করা যাবে না। কারণ তাদের ব্যাটাররা এমন যে আপনাকে ম্যাচ থেকেই বের করে দিবে। ভারত আলাদা দল। বাংলাদেশের উচিত হবে টস জিতে আগে বোলিং করা এবং শুরুতেই ইমপ্যাক্ট ফেলা।’ বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ বাজিদ খান। তিনি বলেন, ‘মোস্তাফিজ টি-টোয়েন্টি স্পেশালিষ্ট, খুবই কঠিন বোলার। স্বাভাবিকের চেয়ে বেশি নমনীয় তার কব্জি। সে কাটার বল করলে আমরা...