‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ জুনোটিক রোগ নিয়ন্ত্রণ এবং পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ বিষয়ে মাংস ব্যবসায়ীদের সাথে গতকাল সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর তারাগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হাসপাতাল আয়োজনে এ আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে উপজেলার তারাগঞ্জ হাট বাজারসহ বিভিন্ন হাট বাজারের গরু ও ছাগলসহ বিভিন্ন জাতের পশু পাকি জবাইকারী ও মাংস ব্যবসায়ীদের নিয়ে নানাদিক নির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. কে.এম ইফত্তেখারুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষসহ হাট বাজারের মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সম্পাদক...