২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম কেশবপুর, মনিরামপুর, তালা, ডুমুরিয়া ও অভয়নগর উপজেলার আংশিক এলাকার দীর্ঘস্থায়ী পানিবদ্ধতা সমস্যার সমাধানকল্পে গতকাল ঢাকার পানি ভবনে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়। ভুক্তভোগী মানুষ ফেসবুকের মাধ্যমে খবরটি জানতে পেরে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি কাজের অনিয়ম ও দুর্নীতি রোধে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন। সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে নিযুক্ত প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা এবং বাপাউবোর পক্ষ থেকে মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন)সহ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নদী পুনঃখননে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৪০...