২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম গাজায় শুধু বোমা হামলা চালিয়ে একের পর এক হাসপাতালই গুঁড়িয়ে দেয়নি ইসরাইলের পিশাচ বাহিনী, খুন করেছে ১৭০০-র বেশি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ‘জ্বালানির অভাবে একাধিক হাসপাতালের পরিষেবা বন্ধের মুখে। ফলে পুরো স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার মুখে।’ গত দুই বছর ধরে চলা ইসরাইলি সেনার বিমান ও স্থল হামলায় হামলায় গাজা, খান ইউনিস-সহ একাধিক শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শহিদ হয়েছেন ৬৩ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি। তার মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। শুধু তাই নয়, ত্রাণ ও খাবার সরবরাহে বিঘ্নের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি কয়েক লক্ষ ফিলিস্তিনি। এমনকি অনাহারেও মৃত্যুর কোলে অনেকে ঢলে পড়েছেন। ত্রাণ নিতে গিয়ে পুলিশের...