সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ১টি পেলেই এ কীর্তি গড়বেন তিনি। বর্তমানে সাকিব ১২৯ ম্যাচে এবং মুস্তাফিজ ১১৭ ম্যাচে সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে একজন ব্যাটারকে আউট করতে পারলেই টি-টোয়েন্টিতে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন মুস্তাফিজ। এ সংস্করণে ভারতীয়দের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৪৫৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। ২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় মুস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম খেলায় ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন তিনি। এরপর বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন ফিজ।...