জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশ্ব নেতারা। এ তালিকায় রয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানও। তার নিউইয়র্কে আগমন উপলক্ষে একটি জল্পনা ছড়িয়ে পড়ে। গুঞ্জন উঠে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাইড লাইনে তার বৈঠক হতে পারে। ওই বৈঠকে ভবিষ্যৎ অনেক প্রশ্নের সমাধানের আশাও করা হচ্ছে।কিন্তু মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ ধরনের জল্পনা প্রত্যাখ্যান করা হয়। বলা হয়, মাসুদ পেজেশকিয়ান নিজেই বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ আগে করা মন্তব্যে ট্রাম্পের সাথে সম্ভাব্য সাক্ষাতের জল্পনা প্রত্যাখ্যান করেছেন তিনি।ট্রাম্পের নাম উল্লেখ না করে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যদি সত্য ও সততা খুঁজি, তাহলে কোনো ঝগড়া নেই। কেবল এই প্রক্রিয়ায় আমরা একে অপরকে বুঝতে ব্যর্থ হতে পারি। আমাদের বসতে হবে এবং সংলাপের মাধ্যমে একে অপরকে...