সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (সাটা)-২০২৫ এ সেরা হিসেবে দুই পুরস্কার অর্জন করলো কক্সবাজারে অবস্থিত বাংলাদেশের হোটেল বে ওয়াচ। শ্রীলঙ্কার কলম্বোতে গত ১৯–২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেওয়াচ—সাউথ এশিয়ান লিডিং বিচ হোটেল এবং সাউথ এশিয়ান বেস্ট নিউ বিচ হোটেল ক্যাটাগরিতে ‘সেরা’ পুরস্কার অর্জন করে।এই অর্জন বাংলাদেশের জন্য আঞ্চলিক পর্যটনে এক গৌরবময় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সাটা অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার পর্যটন ও হসপিটালিটি খাতের শীর্ষ ব্র্যান্ডগুলোকে একত্রিত করে। এই স্বীকৃতি প্রমাণ করল- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে বে ওয়াচের বিশ্বমানের সেবা, আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিলাসবহুল অভিজ্ঞতা ও অবিস্মরণীয় সৈকত ভ্রমণে তাদের অঙ্গীকার। গত ২০ সেপ্টেম্বর কলম্বোর সিনামন গ্র্যান্ড-হোটেলে অ্যাওয়ার্ড প্রদানকালে সাটার প্রেসিডেন্ট ইসমাইল হামিদ বলেন, “প্রতিষ্ঠার প্রথম বছরেই অতিথিসেবায় বেওয়াচ যে আন্তর্জাতিক মান অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এ অর্জন...