এ ঘটনায় আকবর আলী খানের ভাগনে নূর ই জাভেদ রোববার একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম। জিডিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ সড়কে অবস্থিত ২১২৪ মৌজার ৬৩৭৯ নম্বর দাগে ৬০ শতকের জায়গাটি সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক উপদেষ্টা আকবর আলী খানের মা হাজেরা খান এবং বোন সালমা ইসলাম (নূর ই জাভেদের মা) যৌথভাবে মালিক। সর্বশেষ বিএস খতিয়ানেও মূল্যবান জায়গাটি এ দুজনের নামে নিবন্ধিত এবং হালনাগাদ যাবতীয় খাজনাও পরিশোধ করা আছে। জিডিতে অভিযোগ করা হয়েছে, ১৯ সেপ্টেম্বর বিশাল ওই জায়গার উত্তর পাশের দেয়াল ভেঙে বেশ কিছু অংশ দখল করা হয়েছে। এবং সেখানে ‘নবীনগর প্রেস ক্লাবের প্রস্তাবিত নতুন ভবনের স্থান’ লেখা সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। জিডির বাদী নূর ই জাভেদ বলেন, “আমরা নবীনগরে থাকি না, কুমিল্লায় থাকি।...