লোভনীয় বেতনের চাকরিতে ইতালি পাঠানোর প্রলোভন এবং সরকারি গুরুত্বপূর্ণ পদ প্রদানের নাম করে শত শত কোটি টাকা আত্মসাতকারী প্রতারণা চক্রের মূলহোতা জোছনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত জোছনা খাতুন পল্টন থানার একটি প্রতারণা মামলার এজাহারনামীয় ১ নং আসামি। এর আগে চক্রের অন্যতম সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হয়েছিল। মামলার তদন্তে জানা গেছে, প্রথমে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা টাকা হাতানো হতো। টাকা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হতো। এরপর ভুক্তভোগীদের ভুয়া ভিসা দিয়ে বিদেশে পাঠানোর কথা...