আমি মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রথম গিয়েছি এই বছরের জানুয়ারি মাসে। মূলত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সেখানে যাওয়া হয়। আমার সঙ্গে কয়েকজন সহপাঠী, একজন বড় আপু এবং স্কুলের দুইজন শিক্ষকও ছিলেন। সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা জাদুঘরে থেকে নানা আয়োজন উপভোগ করেছি। জাদুঘরে প্রবেশ করার মুহূর্তে মনে হচ্ছিল, আমরা যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে প্রবেশ করছি। সেখানে প্রতিটি দেয়াল ও প্রদর্শনী একাত্তরের স্বাধীনতা সংগ্রামের কথা মনে করিয়ে দিচ্ছিল। আমরা সেখানে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা পোশাক, আলোকচিত্রসহ নানা স্মারক দেখেছি। সেদিন শুধু ইতিহাস জানা হয়নি পাশাপাশি আমরা আনন্দও করেছি অনেক। আমরা নৃত্য পরিবেশনা দেখেছি, বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছি আর বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার ছিল অনুষ্ঠান শেষে জাদুঘরের নার্সারিতে ঘুরতে যাওয়া। সেখান থেকে আমরা নানা জাতের গাছের চারা...