খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সাইফুল, রুমান মোল্লা ও নাসির খান। পুলিশ জানায়, গত সোমবার রাতে ফুলতলা পুলিশের একটি দল উপজেলার জামিরা ও টোলনা গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করে। ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন,...