শরীয়তপুরে একটি একটি করে ধান দিয়ে গড়ে তোলা হয়েছে দুর্গা প্রতিমা। দেখলে মনে হবে এটি সোনা দিয়ে মোড়ানো। প্রতিমা দেখে বিস্মিত দর্শক ও সনাতন ধর্মাবলম্বীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিমায় চিরাচরিত রঙের কাজ বাদ দিয়ে আকর্ষণীয় ধানের প্রতিমা তৈরি হচ্ছে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপে। খুব সূক্ষ্মভাবে প্রতিমার গায়ে ধাপে ধাপে এক-এক করে বসানো হচ্ছে সোনালি ধান। প্রতিমা শিল্পীদের নিপুণ ছোঁয়ায় ধানের প্রতিমা হয়ে উঠেছে অনন্য শিল্পকর্ম। ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন। জানা যায়, শরীয়তপুরে চলছে দুর্গাপূজার প্রস্তুতির জোর আয়োজন। দেশের নানা জেলায় জমকালো পূজার আয়োজন হলেও ব্যয়বহুল ও আকর্ষণীয় আয়োজনের দিক থেকে শরীয়তপুর অন্যতম। পূজা উপলক্ষে জেলার শতাধিক স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে প্রতিমা নির্মাণের পাশাপাশি আলোকসজ্জা ও সাজসজ্জায় যোগ হচ্ছে বিশেষ রঙ। আগামী ২৮ সেপ্টেম্বর...