মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম লামা। এ বিষয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন সরকারের বিভিন্ন দপ্তর ‘মেটা প্ল্যাটফর্মস’-এর এআই সিস্টেম লামা ব্যবহার করবে। কারণ বাণিজ্যিক এসব এআই টুলকে সরকারি কাজে ব্যবহারের ওপর জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র সরকারের ক্রয় শাখা ‘জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিএসএ-এর ক্রয় বিভাগের প্রধান জোশ গ্রুয়েনবম বলেছেন, লামাকে মার্কিন বিভিন্ন ফেডারেল দপ্তরের জন্য অনুমোদিত এআই টুলের তালিকায় যোগ করবে তারা। তবে এ উদ্যোগ নিয়ে ঘোষণার আগেই এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এখন মেটার বিনামূল্যের লামা টুলটি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে সরকারি বিভিন্ন দপ্তর। জিএসএ নিশ্চিত করেছে, সরকারের নিরাপত্তা ও আইনগত মানদণ্ড পূরণ করেছে মেটার এআই টুলটি।...