নেত্রকোনা শহরে মঙ্গলবার মানববন্ধন করেন নিহত নূর মোহাম্মদের স্বজনরা নেত্রকোনায় কৃষক নূর মোহাম্মদ হত্যা মামলার আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তার স্বজনরা। এ বিষয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের বাবা মোফাজ্জল। দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে নিহতের স্বজনরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত ৩০ আগস্ট প্রতিপক্ষের হামলায় মারা যান নেত্রকোনা সদর উপজেলার জামাটি গ্রামের মো. মোফাজ্জলের ছেলে কৃষক নূর মোহাম্মদ (৩৫)। ওই দিন রাতেই একই বিরোধকে কেন্দ্র করে...