রাজবাড়ীর গোয়ালন্দে ভাই-ভাবীর উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে লাখি আক্তার (১৬) নামে একজন কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত লাখি উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নজির সরদারের মেয়ে। চলতি বছর স্থানীয় মঙ্গলপুর দাখিল মাদ্রাসা হতে দাখিল পাশ করে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লাখির মা এক সপ্তাহ আগে তার মেজো মেয়ের বাড়িতে বেড়াতে যান। গতকাল সোমবার সকালে লাখির বাবা ভিজিএফ কার্ডের চাউল তোলার জন্য উজানচর ইউনিয়ন পরিষদে যান। এর ফাঁকে সাংসারিক টানাপোড়েনের বিষয় নিয়ে লাখির সাথে তার ভাই সাগর ও ভাবীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে লাখি তার ভাবীর উপর অভিমান করে তাদের বসত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকাল সাড়ে ৯টার দিকে বিপ্লব নামের একজন প্রতিবেশী তাদের বাড়িতে গেলে ডাকাডাকি করে কোন সাড়া...