রাজশাহীর পুঠিয়ায় এখন চলছে সারের হাহাকার। ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা কেজিতে ১৫/২০ টাকা বেশি দিয়ে সারের জন্য খুচরা ব্যবসায়ীদের কাছে ধর্না দিয়েও সার পাচ্ছেনা। বর্তমানে সার ব্যবহারের সময়ে ধানের জমিতে প্রয়োজন মত সার প্রয়োগ করতে না পারলে উৎপাদন চরম ভাবে ব্যহৃত হবে বলে আশংকা করছে কৃষকরা। ভরা মৌসুমে সারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লাভের জন্য মেতে উঠেছে অসাধু ডিলারসহ ব্যবসায়ীরা। মুজুদ থাকলেও বিক্রি বন্ধ করে কৃষকদের সংকটে ফেলে দিচ্ছে এই অসাধু চক্র ডিলারদের কাছে গিয়ে সার চাইলেও তা পাওয়া যাচ্ছে না। একজন প্রান্তিক বা ক্ষুদ্রচাষীর বর্গা বা আদা করে হয়তো ৫/১০ কাঠা জমিতে ধানের চাষ করছে। এতে তার সামান্য কিছু সার হলে জমিতে প্রয়োগ করতে পারবে। কিন্তু সেই প্রান্তিক চাষী সার পাচ্ছে না। এ কারণে ক্ষুদ্র কৃষকরা...