নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে তার নামে উপস্থাপিত বক্তব্যকে ভুল ও বিকৃত বলে দাবি করেছেন। তিনি বলেছেন, পত্রিকাটির সঙ্গে সামান্য কথাবার্তা হলেও সেটিকে ‘সাক্ষাৎকার’ বলা যায় না, এবং যেসব মন্তব্য তাকে উদ্ধৃত করে ছাপানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন:“এই সময়–কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কিছু কথাবার্তা হয়েছে, তবে যেসব বক্তব্য তারা ছেপেছে, তার কোনোটিই আমি বলিনি।” এই সময়–এর প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিএনপির কাছে আসন্ন জাতীয় নির্বাচনে ৩০টি আসনের দাবি জানানো হয়েছে। এই তথ্য পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করে মির্জা ফখরুল সাফ বলেন:“আমি এমন কোনো কথা বলিনি, এবং প্রশ্নই ওঠে না।...