রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করে চির বিদায় জানানো হল ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গকে। মৃত্যুর পাঁচ দিন পর মঙ্গলবার আসামের সোনাপুরের কামারকুচি গ্রামে দশ বিঘা জমির ওপর এই শেষকৃত্য হয়। এনডিটিভি লিখেছে, চন্দনকাঠ দিয়ে তৈরি করা হয় জুবিন গার্গের অন্তিম শয্যা। স্বামীর শেষযাত্রায় একমুহূর্তও পাশ থেকে সরেননি স্ত্রী গরিমা সাইকার গার্গ। জুবিনের মুখাগ্নি করেন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন গায়কের ঘনিষ্ঠ সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল। পরিবারের অন্যান্য সদস্য, ঘনিষ্ঠজন ছাড়াও হাজারো ভক্ত অন্ত্যেষ্টিক্রিয়ার মুহূর্তে উপস্থিত ছিলেন। ৫২ বছর বয়সী জুবিন গার্গ গত শুক্রবার সিঙ্গাপুরে মারা যান। স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় প্রাণ হারান এই শিল্পী। রোববার শিল্পীর মরদেহ সিঙ্গাপুর থেকে এসে পৌঁছায় গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেদিন প্রিয় শিল্পীকে শেষবারের মত দেখতে বিমানবন্দরে জড়ো হন হাজারো মানুষ।...