কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করার পর এক পল্লী বিদ্যুৎ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। পাশাপাশি লাইনম্যানকে বেধড়ক মারপিট ও অস্ত্রের বাটদিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লাইনম্যান সোহাগ মিয়া (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেনের বাড়ির মিটারে জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের চার মাসের বিল বকেয়া ছিল। মঙ্গলবার সকাল ১১টায় বকেয়া বিল পরিশোধ না করার কারণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানরা বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় গ্রাহকের ছেলে আব্দুর রহিম (২৫) ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে লাইনম্যানদের লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রুষ্ট হলে, পরে অস্ত্রের বাটদিয়ে লাইনম্যান সোহাগ মিয়াকে আঘাত...