বগুড়ায় আদালতের হাজতখানার সামনে থেকে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া ডাকাতিসহ জোড়া খুন মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়েছেন। এ ঘটনায় ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানিয়েছেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালিয়ে যাওয়ায় ওই আসামির বিরুদ্ধে আদালতের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সদর থানায় মামলা করেছেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী ও আবদুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান। আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে...