চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি পাকিস্তান। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ম্যান ইন ব্লুদের কাছে বাজভাবে হারতে হয়েছে পাকিস্তানকে। আর দলের এই ব্যর্থতা খবর পৌঁছে গেছে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরানের কাছে। সেই সঙ্গে ভারতকে হারানোর মন্ত্রও বলে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (সোমবার) কারাগারে ইমরান খানে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান। এ সময় ভারতের বিপক্ষে হারের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আর্মি চিফ জেনারেল মুনিকে খোঁচে মেরেছেন ইমরান। এ নিয়ে গণমাধ্যমকে আলিমা বলেন, ইমরান প্রস্তাব দিয়েছেন, আর্মি চিফ জেনারেল মুনির এবং পিসিবির চেয়ারম্যান নকভির পাকিস্তানের হয়ে ওপেন করা উচিত। এখানেই থামেননি...