গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার ত্রাস, ভূমিদস্যু, হত্যা-হামলাসহ বহু অপরাধে অভিযুক্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক বশির আহমেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পূবাইল মেট্রো থানা এলাকার ৩৯ নং ওয়ার্ডের জোনাব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে পূবাইল থানা পুলিশ হায়দরাবাদ পুবেরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় চিহ্নিত দেহ ব্যবসায়ী শ্যামলীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই নারীর সঙ্গে বশিরের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি এলাকায় ছিল ওপেন সিক্রেট। জানা গেছে, পূবাইল মূর্তিমান আতঙ্ক বশিরের বিরুদ্ধে বিগত স্বৈরশাসকের সমর্থনে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে বলপ্রয়োগ, ভাঙচুর এবং অবৈধভাবে অন্যের জমি জবর দখলের অভিযোগসহ নানা অপরাধে জড়ির থাকার অভিযোগে পূবাইল থানায় মামলা রয়েছে। গাজীপুরে হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতাদের ওপর হামলা এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম...