মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ৫ মাস আগে যোগদান করলেও স্টেশনে থাকেন না তিনি। এ ছাড়া ঠিকমতো কর্মস্থলে না আসা ও চিকিৎসা সেবা না দেয়ায় তার বিরুদ্ধে রোগী ও স্বজনদের রয়েছে নানা অভিযোগ। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ মে ডা. ইমতিয়াজ আহমেদ সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করলেও তিনি কর্মস্থলে অবস্থান করেন না। অফিসও করেন সপ্তাহে ৩-৪ দিন। শুক্রবারসহ বুধবার ও শনিবার অফিস না করে সময় পার করেন ব্যক্তিগত কাজে। স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ৮ টায় আসার কথা থাকলেও তিনি আসেন ১১ টায়। আবার রোগী না দেখেই চলে যান ইচ্ছেমতো। ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে, ভেঙে পড়েছে প্রতিষ্ঠানটির প্রশাসনিক...