নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মদিনা মেরিটাইম লিমিটেডের শ্রমিকরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় মদিনা মেরিটাইম লিমিটেডের কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন প্রায় ৯০০ শ্রমিক। একইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় কর্মবিরতি পালন করেন মদিনা মেরিটাইম লিমিটেডের শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না দিয়ে কোম্পানি কর্তৃপক্ষ নানাভাবে হয়রানি ও ভীতি প্রদর্শন করছে। মদিনা মেরিটাইমের প্রথম শ্রেণির ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেছেন, “২০২২ সাল থেকে আমাদের আন্দোলন চলছে। সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দিয়ে কোম্পানির নির্বাহী পরিচালক আবিদুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা ন্যায্য অধিকার চাই এবং তার অপসারণ দাবি করছি।” বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহ-সভাপতি অহিদুজ্জামান নবাব বলেছেন,...