সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ‘বিনামূল্যে’ ক্যান্সার ও কিডনি চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার কথা বলেছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। সেই লক্ষ্যে চুয়াডাঙ্গায় খলিল মালিক ক্যান্সার ও কিডনি স্ক্রিনিং সেন্টার স্থাপনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। মঙ্গলবার ঢাকার নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে খলিল মালিক হাসপাতাল ও খলিল-মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদিকুর রহমান মালিকের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাঈম আশফাক চৌধুরী। প্রাইম ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় এ আর্থিক সহায়তা দেওয়া হয়। নাঈম আশফাক চৌধুরী বলেন, “বর্তমানে বাংলাদেশে প্রায় ২২ শতাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং ১৩ শতাংশ মানুষ ক্যান্সারে ভুগছে। চিকিৎসার উচ্চ খরচের কারণে অনেকের জন্য সময়মতো চিকিৎসা সম্ভব হয় না।...