ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রীরা। তাঁরা আশঙ্কা করে বলেছে প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় হলে নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটি সংকুচিত হবে এবং নারী শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য তাঁরা চান প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নতুন জায়গায় করা হোক। সেটি পূর্বাচল, কেরানীগঞ্জ বা ঢাকার পার্শ্ববর্তী অন্য কোনো এলাকায় করতে হবে, কিন্তু বিদ্যমান মহিলা কলেজকে সংকুচিত করে নয়। সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় করার প্রতিবাদে আজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রীরা। পরে অধ্যক্ষের মাধ্যমে স্মারকলিপি দিয়ে নিজেদের পাঁচ দফা দাবির কথা তুলে ধরে ছাত্রীরা। ‘কলেজের স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য নষ্ট করে আসন্ন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে নীতিমালা বা অধ্যাদেশ বা...