অমানবিক জীবন থেকে মুক্তি পেলেন ৫ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খাগড়াছড়ি:মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের উদ্যোগে ৫ জন মানসিক ভারসাম্যহীন নারী ও পুরুষকে ঢাকার মিরপুরস্থ শাহ্ আলী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।দীর্ঘদিন ধরে অমানবিক পরিস্থিতিতে থাকা এসব ব্যক্তির জীবনমান উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা এই উদ্যোগ নেন। এতে সার্বিক সহযোগিতা করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আক্তার হোসেনের নেতৃত্বে একটি দল মানসিক ভারসাম্যহীন ওই নারী-পুরুষদের ঢাকার উদ্দেশে নিয়ে যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই পাঁচজন নারী-পুরুষ দীর্ঘকাল ধরে মাটিরাঙ্গা এলাকায় ভবঘুরে অবস্থায় ছিল। তাদের অসহায় জীবনযাপন স্থানীয়দের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছিল, এবং সচেতন মহল থেকে তাদের সুচিকিৎসার...