মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামে আরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১২৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। জুলাই থেকে এ পর্যন্ত নিলামে ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। এর আগে ১২১ টাকা ৭৫ পয়সা দরে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছিল। বর্তমানে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনায় রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। অন্যদিকে ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয়...