শাহরুখ খানকে বলা হয় বলিউড বাদশাহ। যার জন্য খোদ পুরস্কারই যেন অপেক্ষায় থাকে, তিনি কখন আসবেন এবং গ্রহণ করবেন; সেই প্রত্যাশায়! অথচ শাহরুখকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছুঁয়ে দেখতে সময় লেগেছে তিন দশকেরও বেশি সময়। ঘোষণা আগেই হয়েছে, অবশেষে অদ্য (২৩ সেপ্টেম্বর) বিকালে সেই পুরস্কারটি হাতে বুঝে পেয়েছেন ‘জওয়ান’ সিনেমার সুবাদে। তাকে এভাবে পুরস্কৃত করে যেন গোটা বিশ্বটাই এখন একটা হাসিমুখ! অথবা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেন দায়মুক্তি পেলো এই আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে।৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় নয়া দিল্লির বিজ্ঞান ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কাজের জন্য তাদের সম্মানিত করা হয়। এতে শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঠিক তার বিপরীত একজন মানুষ। নাম বিক্রান্ত মেসি। যিনি ‘টুয়েলভথ ফেইল’ দিয়ে...