রংপুর মহানগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে স্কুলের এডহক কমিটির সভাপতি ও বাগছাস নেতা ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে। তিনি গত ফেব্রুয়ারিতে হারাটি উচ্চবিদ্যালয়ের অস্থায়ী (অ্যাডহক) কমিটির আহ্বায়ক হন। জানা গেছে, ইমতিয়াজ আহমেদ ইমতি নিজেই একজন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মহানগর কমিটির আহ্বায়ক। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। ভুক্তভোগি শিক্ষার্থী ও অভিভাবক সুত্রে জানা গেছ, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থীই ফেল করেছে। এ খবর পেয়ে স্কুলে যান ইমতিয়াজ আহমেদ ইমতি। শ্রেণিকক্ষে ঢুকে জানতে চান, কে কে ফেল করেছে। অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা যারা ফেল করেছেন তাদের বাঁশের লাঠি দিয়ে পেটান তিনি। নারী শিক্ষার্থীরাও বাদ যাননি এই পিটুনি...