২৩টি প্রতিষ্ঠানকে রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মোট ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে। এর মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে ১০ হাজার মেট্রিক টন করে মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া মাল্টি অয়েল মিলস লিমিটেডকে রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ তারিখ প্রতিষ্ঠানগুলোকে এই রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এই অনুমোদন পত্র জারি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে রাইস ব্র্যান তেল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা হয়। দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য অনুমতি ছাড়া এই তেল রপ্তানি বন্ধ করা হয়। অর্থাৎ রপ্তানি করতে হলে আগে সরকারের অনুমতি লাগবে। এরপর...