ব্রিটিশ কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারেন। যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় এর পাল্টা পদক্ষেপ হিসেবে এই ঘোষণা আসতে পারে বলে তাদের ধারণা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ব্রিটেনের সরকারি সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা তাকে বসতি স্বীকৃতির দিকে ঠেলে দিচ্ছেন। আবার আরব নেতারা জোরালো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সিদ্ধান্ত ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন। এক ব্রিটিশ কর্মকর্তা বলেন, এই প্রেসিডেন্ট কোন পথে যাবেন তা অনুমান করা কঠিন, তবে আমরা উদ্বিগ্ন। হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প অতীতের ব্যর্থ কাঠামোর মধ্যেই থাকতে রাজি নন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে যুক্তরাজ্য, ফ্রান্স ও আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ...