দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল সবগুলো মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে যেকটি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে দ্বিগুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। তবে এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল সোমবার লেনদেন শেষে সূচকটি ৫ হাজার ৩৩৭ পয়েন্টে ছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৩টির।...