আজ ২৩ সেপ্টেম্বর। কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির জন্মদিন। এই বিশেষ দিনে তাকে স্মরণ করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চল লিখেছেন, ‘আপনার জন্মদিনে আজ কলকাতায় এত অতি বৃষ্টি কেন, সেটাও বুঝলাম না।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সৃজিতের সঙ্গে দুটি ছবি শেয়ার করে চঞ্চল লেখেন, ‘ভদ্রলোকের সাথে এত বড় একটা সিনেমায় কাজ করলাম ‘পদাতিক’। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার সঙ্গে তেমন কোনও আলাদা ছবিও নেই আমার! অনেক খোঁজাখুঁজির পর কিছু গ্রুপ ছবি থেকে কেটে নিজেদের দুজনের দুটো ছবি আলাদা করে বের করলাম। এই গ্রুপ ছবি থেকে যারা কাটা পড়েছেন, অনুগ্রহ করে তারা কিছু মনে করবেন না। কারণ… আজ জন্মদিনটা সৃজিত মুখার্জির!’ তিনি আরও লেখেন, ‘শুভ জন্মদিন সৃজিত দা… আপনার জন্মদিনে আজ কলকাতায় এত অতি বৃষ্টি কেন, সেটাও বুঝলাম না।...