ঢাকার বনানী, ধানমন্ডি ও শাহজাহানপুর এলাকায় সরকারবিরোধী মিছিল, স্লোগান ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে তিনটি থানার মামলায় মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের আদেশে তাদের কারাগারে নেওয়া হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম আল সনেট, আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুসরাত জাহান লিমা, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস, পাথরঘাটা উপজেলা যুবলীগের সদস্য মো. রিপন, আওয়ামী লীগ নেতা মো. নেছার আলী, ছাত্রলীগ নেতা কাজী আইনুল ইসলাম আশিক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অবিমন্যু বিশ্বাস অভি, আমিনুল হক ফয়সাল ও মো. বেলাল হোসেন তুহিন। ঢাকার বিভিন্ন...