৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান জিতে ইতিহাস গড়েছেন বলিউড কিং শাহরুখ খান। দাম্পত্য সঙ্গীর ঐতিহাসিক সাফল্য উদযাপন করলেন গৌরী খান। আবেগঘন এক বার্তায় তিনি স্বামীকে অভিনন্দন জানিয়েছেন এবং এ পুরস্কারের জন্য বিশেষ এক মেন্টল ডিজাইনের প্রতিশ্রুতি দিয়েছেন! গৌরী খান ফেসবুক ও ইনস্টাগ্রামে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে লেখেন,“কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! তুমি সত্যিই এর যোগ্য…। এটি বহু বছরের কঠোর পরিশ্রম আর নিবেদনের ফল। এবার আমি এই পুরস্কারের জন্য বিশেষ একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।” শাহরুখ খান ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এদিকে, ভক্তরা গৌরীর পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দেন। এদিকে শাহরুখ খানকে সম্মাননা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু। তিনি তাঁকে ‘কিং অব আর্টস’ বলে...