এ ঘটনার পর গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হতদরিদ্রদের চাল আত্মসাৎ এবং কেন্দ্র অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন। চাঁনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘটনা সত্যতা নিশ্চিতে মাঝেরচর গ্রামে সাংবাদিকরা গেলে ভিড় করে ভুক্তভোগীরা। জিয়াসমিন বেগম নামে এক নারী জানান, গত বছরের ৫ তারিখের আগে আমি চাল পেতাম। গত মাসে শুনছি চাল আসছে চাল দিবে সেজন্য মাঝেরচর থেকে কালিকাপুর যাই। কিন্তু সেখানে গেলে আমাকে তারা চাল দেয় না। আমার আইডি কার্ডে নাকি সমস্যা। আরো কি কি সব বলে। আমি চাল দিতে অনেক সুপারিশ করি কিন্তু দেয় না। কারিমা নামে একজন জানান, আগে আমরা চাল পেতাম কিন্তু এখন পাই না। চাল নিতে গেলে নানা তাল বাহানা করে। জিয়াসমিন ও...