২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম নিউইয়র্কে যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, সরকার তাদের আমন্ত্রণে হওয়া একটি গুরুত্বপূর্ণ সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এনসিপি নেতারা হামলার জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। তারা অভিযোগ করেন যে, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দেশে ও বিদেশে এমন ধরনের ঘটনা ঘটিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হচ্ছে। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি। বিক্ষোভের কারণ হিসেবে তারা জানান,...