২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা ভিন্ন ভাবে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, আওয়ামী লীগের সঙ্গে প্রেম-প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না।’ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘চিকিৎসা সহায়তা প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার নেতাকর্মী, জুলাই আন্দোলনে আহত ও জটিল রোগে আক্রান্ত ২২ পরিবারকে 'আমরা বিএনপি পরিবার' এর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ১৯ শে (২০২৪ সালের) জুলাই ওবায়দুল কাদের (আ. লীগের সাধারণ সম্পাদক) সাহেব প্রকাশ্যে বলেছে, ‘আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখামাত্রই আন্দোলনকারীদের গুলি করবেন'। যারা নিজ দেশের...