জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অপমান করার প্রতিবাদে দিনাজপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলটি একই সঙ্গে ‘পতিত ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার’ দাবি করেছে। মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর-এর আয়োজনে বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে এনসিপি’র স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন, যার মধ্যে ছিল, “অসম্মান আর নয়, বিচার চাই” এবং “২৪-এর হাতিয়ার গর্জে ওঠো, আরেকবার ইনকিলাব জিন্দাবাদ”। মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা একরামুল হক আবীর, এনসিপি নেতা রেজাউল করিম, যুবশক্তির নেতা আরিফ মুন, মাওলানা এম.এ. তাফসীর হাসান প্রমুখ। নেতারা বলেন, আখতার হোসেন ও ডা....