জানা গেছে, আজ যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় এনসিপি নেত্রী তাসনিম জারাও হামলার শিকার হন। এ ঘটনা ঘিরে প্রবাসী অঙ্গনসহ দেশের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। আজ এনসিপি এক জরুরি প্রতিক্রিয়ায় আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দলটির অভিযোগ, আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে জড়িত। দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরকারের ব্যর্থতার দায় নিরূপণের দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে দলটি সারাদেশে বিক্ষোভসহ কর্মসূচি ঘোষণা করেছে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বিজয়নগর উপজেলার প্রধান...